গণিত অলিম্পিয়াড ২০২৪

ওভারভিউ

গণিত অলিম্পিয়াড ২০২৪ হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য BDOC কর্তৃক আয়োজিত একটি অলিম্পিয়াড প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতার লক্ষ্য হলো:

  • (i) গণিত বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি।
  • (ii) দেশের মেধাবীদের সাথে প্রতিযোগিতা।
  • (iii) একাডেমিক দক্ষতা যাচাই।

ক্যাটাগরি এবং যোগ্যতা

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে ।

২ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে:

মাধ্যমিক: এই ক্যাটাগরিতে নবম, দশম ও এসএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

উচ্চমাধ্যমিক: এই ক্যাটাগরিতে একাদশ, দ্বাদশ ও এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

সিলেবাস

মাধ্যমিক: Click here to download Secondary Syllabus PDF

উচ্চমাধ্যমিক: Click here to download Higher Secondary Syllabus PDF

ইভেন্ট রাউন্ড এবং মানবণ্টন

৩ টি রাউন্ডে অনুষ্ঠিত হবে BDOC ম্যাথ অলিম্পিয়াড:

প্রাথমিক রাউন্ড (Qualifier):

  • মোট প্রশ্ন: 25 টি
  • প্রতি সঠিক উত্তরের স্কোর: 1
  • সময়: 30 মিনিট
  • নেগেটিভ মার্ক: নেই
  • সেমিফাইনালে উত্তীর্ণ হতে হলে: 40% নম্বর (অর্থাৎ 10 টি সঠিক উত্তর)

সেমিফাইনাল রাউন্ড:

  • মোট প্রশ্ন: 35 টি
  • প্রতি সঠিক উত্তরের স্কোর: 1.5
  • সময়: 45 মিনিট
  • নেগেটিভ মার্ক: নেই
  • প্রথম 65% ছাত্র-ছাত্রী ফাইনাল রাউন্ড এর জন্য যোগ্যতা অর্জন করবে।

ফাইনাল রাউন্ড:

  • মোট প্রশ্ন: 40 টি
  • প্রতি সঠিক উত্তরের স্কোর: 2
  • সময়: 55 মিনিট
  • নেগেটিভ মার্ক: আছে

গুরুত্বপূর্ণ তথ্য:

  • (i) প্রশ্ন গুলো MCQ আকারে থাকবে।
  • (ii) স্কোরিং এর ক্ষেত্রে সময়ের কোন ভূমিকা নেই।
  • (iii) একাধিক প্রতিযোগীর স্কোর সমান হলে, তাদের মেরিট পজিশন একই হবে।

গাণিতিক অলিম্পিয়াডের পরীক্ষার ব্যবস্থাপনা এবং ফলাফল প্রকাশ

Secondary Dashboard Higher Secondary Dashboard

পরীক্ষা এই ওয়েবসাইটে অনুষ্ঠিত হবে। Secondary Dashboard এবং Higher Secondary Dashboard এই ড্যাশবোর্ডে পরীক্ষা নেওয়া এবং ফলাফল প্রকাশ করা হবে।

নিচে Dashboard সম্পর্কে কিছু তথ্য দেওয়া হলো :

Exam Center

  • (i) Exam Center বাটনে ক্লিক করে পরীক্ষার রুটিন এবং পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় দেখতে পাবেন।
  • (iii) পরীক্ষার নির্দিষ্ট সময় exam locked এর জায়গায় Start exam লেখা থাকবে। Start exam বাটন এ ক্লিক করে পরীক্ষা দিতে হবে।
  • (iv) Exam time: ( 7 AM - 10 PM ) বলতে পরীক্ষার নির্দিষ্ট দিন সকাল ৭ টা থেকে রাত ১০ টা এর মধ্যে যেকোনো সময় পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন।

Exam result

  • (i) পরীক্ষা দেবার নির্দিষ্ট সময় পর exam result পেজে গিয়ে আপনি আপনার পরীক্ষার ফলাফল দেখতে পাবেন।
  • (ii) কোন প্রশ্ন গুলো ভুল বা সঠিক হয়েছে দেখতে পাবেন। প্রশ্ন গুলোর সঠিক উত্তর এবং সমাধান দেখতে পাবেন।

Exam Leaderboard

  • (ii) এই পৃষ্ঠায় আপনি আপনার র‌্যাঙ্কিং দেখতে পাবেন। অন্যান্য প্রতিযোগীদেরও র‌্যাঙ্কিং দেখতে পাবেন এবং তাদের পারফরম্যান্সের সাথে তুলনা করতে পারবেন।
  • (ii) আপনি পরবর্তী রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছেন কি না তা এখানে বলে দেওয়া হবে।

৬. বিজয়ী নির্ধারণ এবং পুরস্কার

ফাইনাল রাউন্ডের ফলাফল এর উপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হবে।

পুরস্কারের বিবরণ
পজিশন যারা অর্জন করবে পুরস্কার
Gold সর্বোচ্চ স্কোর ধারি
  1. টি-শার্ট, ক্রেস্ট, মেডেল এবং প্রিন্টেড সার্টিফিকেট।
  2. প্রাইজ মানি প্রদান।
  3. ক্যানভা স্টুডেন্ট প্রিমিয়াম প্যাকেজ অ্যাক্সেস প্রদান।
  4. পরবর্তী ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ফ্রি।
  5. ডেলিভারি চার্জ ফ্রি।
Silver দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ধারী
  1. ক্রেস্ট, মেডেল এবং প্রিন্টেড সার্টিফিকেট।
  2. প্রাইজ মানি প্রদান।
  3. ক্যানভা স্টুডেন্ট প্রিমিয়াম প্যাকেজ অ্যাক্সেস প্রদান।
  4. পরবর্তী ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ফ্রি।
  5. ডেলিভারি চার্জ ফ্রি।
Bronze তৃতীয় সর্বোচ্চ স্কোর ধারী
  1. মেডেল এবং প্রিন্টেড সার্টিফিকেট।
  2. ক্যানভা স্টুডেন্ট প্রিমিয়াম প্যাকেজ অ্যাক্সেস প্রদান।
  3. পরবর্তী ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ ফ্রি।
  4. ডেলিভারি চার্জ নিজস্ব।

ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য:

  • (i) ক্যানভা স্টুডেন্ট প্রিমিয়াম প্যাকেজ অ্যাক্সেস প্রদান।
  • (i) BDOC এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

কোয়ালিফাই রাউন্ডে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য:

  • (i) BDOC এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

নিবন্ধন প্রক্রিয়া:

ধাপ ১: সাইন আপ

  1. "রেজিস্ট্রেশন" বাটনে ক্লিক করুন।
  2. নির্দেশ অনুযায়ী সকল তথ্য যথাযথভাবে পূরণ করুন।
  3. "সাবমিট" বাটনে ক্লিক করে আবেদন জমা দিন।

ধাপ ২: পেমেন্ট

  1. সফলভাবে সাইন আপ করার পর, আপনি স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট পৃষ্ঠায় চলে যাবেন।
  2. নির্দেশ অনুযায়ী পেমেন্ট সম্পূর্ণ করুন।

দ্রষ্টব্য:

  • (i) নিবন্ধন ফি: 49 টাকা।
  • (ii) নিবন্ধনের শেষ সময়: 25/০5/2024
  • (iii) গুরুত্বপূর্ণ: নিবন্ধন করার সময় সঠিক তথ্য প্রদান করা গুরুত্বপূর্ণ।
  • (iv) পেমেন্ট নিশ্চিতকরণ: পেমেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনার নিবন্ধন সম্পূর্ণ হবে না।
  • (v) যোগাযোগ: যদি আপনার নিবন্ধন বা পেমেন্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকে, তাহলে দয়া করে 01704772076 নম্বর এ যোগাযোগ করুন অথবা সরাসরি ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে ম্যাসেজ করুন।

ফেইসবুক গ্রুপ

BDOC ফেইসবুক গ্রুপে যোগ দিতে, নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করুন:

https://www.facebook.com/groups/bdoconline